২৭ জুলাই, বুধবার, ২০২২ ইং
নিজস্ব প্রতিবেদক : রাজশাহী জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন অমির বিরুদ্ধে রাজশাহী মেডিকেল কলেজের শহীদ মুক্তিযোদ্ধা কাজী নুরুন্নবী হোস্টেলে রুমে পুঠিয়া শিবপুরহাট গ্রামের আলমগীরের ছেলে মিলন হোসেন কে রাতভর নির্যাতনের যে অভিযোগ তা আলমগীর হোসেন পুঠিয়া থানায় গিয়ে লিখিত দিয়ে অভিযোগ প্রত্যাহার করে নিয়েছে।
মঙ্গলবার রাত ১০ টার দিকে পুঠিয়া উপজেলার শিবপুরহাট গ্রামের মিলন হোসেন ও তার পিতা আলমগীর থানায় গিয়ে ছাত্রলীগ নেতার বিরুদ্ধে দেয়া অভিযোগ লিখিতো ভাবে দিয়ে প্রত্যাহার করে নিয়েছেন। এ তথ্য নিশ্চিৎ করেন পুঠিয়া থানার ওসি সোহরাওয়ারদি।
জানা গেছে, গত শুক্রবার দিবাগত রাতে পিএ হতে না চাওয়ায় রাতভর রাজশাহী মেডিকেল কলেজের শহীদ মুক্তিযোদ্ধা কাজী নুরুন্নবী হোস্টেলে রুমে পুঠিয়া শিবপুরহাট গ্রামের আলমগীরের ছেলে মিলন হোসেন নামে যে যুবককে নির্যাতনের যে অভিযোগ তুলেছে ছাত্রলীগ নেতা জাকির হোসেন অমির বিরুদ্ধে তা ছিলো মিথ্যা, ভিত্তিহীন ও প্রতিহিংসা মুলক। ভুল বুঝতে পেরে তারা অভিযোগ প্রত্যাহার করে নেন ছাত্রলীগ নেতার বিরুদ্ধে দেয়া অভিযোগ।
এ বিষয় জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন অমি বলেন, মিলন ও পুঠিয়া থানায় অভিযোগ কারি তার পিতা আলমঙ্গীর ভুল বুঝতে পেরেছে। এ কারনে মঙ্গলবার পুঠিয়া থানায় উপস্থিত হয়ে লিখিতো আভিযোগ প্রত্যাহার করে নিয়েছে।
0 Comments