প্রকাশিতঃ তারিখঃ-১৫ই আগস্ট ২০২২ ই
নিজেস্ব প্রতিবেদকঃ জেলা আওয়ামী লীগের আয়োজনে , পনের আগষ্টে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আবক্ষ প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয়। কর্মসূচিতে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ আমানুল হাসান দুদু'র সভাপতিত্বে এবং জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আব্দুল ওয়াদুদ দারা'র সার্বিক পরিচালনায় "জাতীয় শোক দিবস" যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সাথে রাজশাহী জেলা আওয়ামী লীগ কর্তৃক গৃহীত নিন্মোক্ত কর্মসূচি মোতাবেক রাজশাহী জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ, জেলাধীন সকল উপজেলা-পৌর-ইউনিয়ন এবং ওয়ার্ড আওয়ামী লীগের নেতা-কর্মী-সমর্থকবৃন্দ, আওয়ামী লীগের জেলা-উপজেলা-পৌর-ইউনিয়ন এবং ওয়ার্ড পর্যায়ের সকল সহযোগী এবং ভাতৃপ্রতীম সংগঠনের বর্তমান এবং সাবেক নেতা-কর্মী-সমর্থকবৃন্দ এবং আওয়ামী লীগের দলীয় মনোনয়নপ্রাপ্ত/সমর্থনপ্রাপ্ত সাবেক এবং বর্তমান সকল জনপ্রতিনিধিবৃন্দ সহযোগে পালিত হয়।
সকালে সূর্যোদয় অন্তে জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় সহ জেলাধীন আওয়ামী লীগের সর্বস্তরের আওয়ামী লীগ কার্যালয় এবং আওয়ামী লীগের সকল সহযোগী ও ভাতৃপ্রতীম সংগঠনের দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা অর্ধঃনমিতকরণ এবং কালো পতাকা উত্তোলন করা
সকাল ১০.০০ টায় রাজশাহী কলেজে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আবক্ষ প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধার্ঘ্য নিবেদন করা হয়।
বিকেল ৪.০০ ঘটিকায় রাজশাহী জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে স্থাপিত শোকসভা মঞ্চে জাতীয় শোক দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপস্থিত নেতৃবৃন্দের মধ্য থেকে '৭৫ এর ১৫ আগস্টে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ সকল বীর শহীদ এবং এদেশের সকল সংগ্রাম ও মুক্তি আন্দোলনে শহীদান হওয়া সকল বীর শহীদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন সহ বক্তৃতা রাখেন রাজশাহী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি তথা শোকসভার সভাপতি এ্যাড. মোঃ ইব্রাহিম হোসেন, রাজশাহী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আব্দুল ওয়াদুদ দারা,
রাজশাহী জেলা ছাত্রলীগের সভাপতি মোঃ সাকিবল ইসলাম এবং
সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন অমি, জেলা যুব মহিলা লীগের সভাপতি অধ্যাপিকা নার্গিস শেলী এবং সাধারণ সম্পাদক বিপাশা খাতুন, জেলা মৎস্যজীবী লীগের আহবায়ক মোঃ আবুল কালাম আজাদ, জেলা তাঁতীলীগের সভাপতি মোঃ মাজদার রহমান মকুল, জেলা শ্রমিক লীগ সভাপতি মোঃ আবদুল্লাহ্ খান, জেলা কৃষক লীগের আহবায়ক অধ্যক্ষ মোঃ তাজবুল হক, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি জেলা আওয়ামী লীগের সদস্য মোসাঃ মর্জিনা পারভীন এবং জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাজশাহী জেলা আওয়ামী লীগের সদস্য এ্যাড. নাসরিন আক্তার মিতা, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জেলা আওয়ামী লীগের সদস্য মোঃ রোকনুজ্জামান রিন্টু এবং জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান রানা, জেলা যুবলীগ সভাপতি মোঃ আবু সালেহ, জেলা আওয়ামী লীগের সদস্য মেয়র মোঃ আবুল কালাম আজাদ, জেলা আওয়ামী লীগের সদস্য পুঠিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান জি.এম. হিরা বাচ্চু, চারঘাট উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক চারঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ ফকরুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এ.কে.এম আসাদুজ্জামান, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাঘা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব এ্যাড. মোঃ লায়েব উদ্দিন লাভলু, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব মোঃ জাকিরুল ইসলাম সান্টু, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব অধ্যক্ষ এস.এম. একরামুল হক, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ আমানুল হাসান দুদু, জেলা আওয়ামী লীগের সদস্য সাবেক প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা অধ্যাপিকা জিন্নাতুন্নেছা তালুকদার এবং রাজশাহী মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল।
0 Comments