নিজস্ব প্রতিবেদক: ১৫ই আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে রাজশাহী সিটি কর্পোরেশন পরিচালিত ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসাসেবা প্রদান করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় চিকিৎসা কেন্দ্রের মেডিকেল অফিসার, আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপ-কমিটির সদস্য এবং রাজশাহী জেলা আওয়ামী লীগের সদস্য ডা. আনিকা ফারিহা জামান অর্ণা।
মঙ্গলবার দুপুর ১২ টা থেকে ২ টা পর্যন্ত নগরীর রানীনগর এলাকাস্থ সিটি হাসপাতালে সপ্তাহব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের সমাপনী দিনে সিটি হাসপাতালে আগত রোগীদের চিকিৎসাসেবা প্রদান করেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন- রাজশাহী সিটি কর্পোরেশর (সিটি হাসপাতাল) এর আবাসিক চিকিৎসক ডা. তারিকুল ইসলাম বনি, মেডিকেল অফিসার ডাঃ উম্মুল খায়ের ফাতিমা প্রমুখ।
উল্লেখ্য, গত ১৫ই আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে সিটি হাসপাতালে ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করা হয়েছিল। প্রতিদিন সকাল ৮টা হতে দুপুর আড়াইটা পর্যন্ত ফ্রি চিকিৎসাসেবা প্রদান করা হয়। আগামীকাল থেকে সিটি হাসপাতালে নিয়মিত চিকিৎসাসেবা প্রদান কার্যক্রম যথারীতি পরিচালিত হবে।
0 Comments