আবুল হাসনাত মোহাম্মদ কামারুজ্জামানের ১০০ তম জন্মবার্ষিকী

আজ শহীদ এএইচএম কামারুজ্জামানের জন্মশতবার্ষিকী। ১৯২৩ সালের ২৬শে জুন বর্তমান নাটোর জেলার অন্তর্গত বাগাতিপাড়ার মালঞ্চী রেলওয়ে স্টেশন  সংলগ্ন নূরপুর গ্রামে তাঁর  মামার  বাড়িতে জন্মগ্রহণ  করেন।  তাঁর পৈতৃক  বাড়ি রাজশাহী জেলার  কাদিরগঞ্জ  মহল্লায় ছিল।  তিনি বনেদি জমিদার পরিবারের সন্তান ছিলেন। তাঁর পিতার নাম আবদুল হামিদ ও মাতার নাম বেগম জেবুন্নিসা। তাঁর ছিল ১২ ভাই বোন এবং তার মধ্যে তিনিই ছিলেন প্রথম। তাঁর ডাকনাম ছিল “হেনা”। 

তিনি বাংলাদেশের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী এবং স্বাধীনতা সংগ্রামের অন্যতম নেতা। তিনি ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ চলাকালীন সময়ে গঠিত অস্থায়ী সরকারের স্বরাষ্ট্র, কৃষি এবং ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ছিলেন। একজন নির্লোভ, সৎ ও দেশপ্রেমিক নেতা হিসেবে তার পরিচিতি ছিল সব জায়গায়। 

রাজশাহীতে জাতীয় চার নেতার একজন
এএইচ এম কামারুজ্জামান হেনার নামে স্মৃতিস্তম্ভ

১৯৭৫ সালের ১৫ই আগস্ট কিছু বিপথগামী সেনা কর্মকর্তার হাতে শেখ মুজিবুর রহমান নিহত হলে ঐ সময় কামারুজ্জামান হেনা সহ আরো তিন অন্যতম নেতাকে গ্রেফতার ও কারাবন্দী করা হয়। ঐ বছরেরই ৩রা নভেম্বর ভোর সাড়ে চারটায় উক্ত কারাগারের অভ্যন্তরে তাঁকে সহ বাকি তিন নেতাকে কিছু সেনা সদস্য নির্মমভাবে গুলি করে ও বেয়নেট দিয়ে খুঁচিয়ে হত্যা করে। তাঁর মৃতদেহের পোস্টমর্টেম রিপোর্টে বলা হয় তাঁর শরীরের বিভিন্ন স্থানে রক্তাক্ত জখম পাওয়া যায় এবং বিশেষ করে ডান দিকের পাঁজরে এবং ডান হাতের কনুইতে বড় রকমের ক্ষত চিহ্ন পাওয়া যায়। ঐ দিনটি বাংলাদেশের ইতিহাসে জেল হত্যা দিবস নামে কুখ্যাত হয়ে আছে।


Post a Comment

0 Comments